Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০১ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৭ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৪, ১ জুলাই ২০২০
আপডেট: ১৪:১৫, ১ জুলাই ২০২০

সুনামগঞ্জে করোনায় স্কুল শিক্ষকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক স্কুল শিক্ষক মারা গেছেন। মারা যাওয়া সেই শিক্ষকের  নাম আরশ আলী। মৃত্যুকালে তার বয়স ৫৪ বছর হয়েছিল।

জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টায় সিলেটের শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আরশ আলী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেঙ্গে গাওঁ এলাকার মৃত কুরবান আলীর ছেলে এবং ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বুধবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন।

গত ২৬ জুন মৃত আরশ আলী করোনা শনাক্ত হয়।  শারীরিক অবস্থা অবনতি হওয়ায় সেদিনই  তাকে সিলেট শামছুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে গতকাল মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

এদিকে বুধবার নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত শনাক্তসহ জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৯৯০ জন, সুস্থ্ হয়েছেন ৪১১ জন আর মৃত্যু হয়েছে ৭ জনের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়