Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৬, ২২ সেপ্টেম্বর ২০২০

তাহিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সুরাফ মিয়া (২৬) নামে যুবকের মৃত্যু হয়েছে । গত সোমবার রাত নয়টায় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বীরনগর ব্রীজে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাফ কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার গোজাই গ্রামের রমজান মিয়ার ছেলে। তিনি উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামের ফজর উদ্দিনের হাঁসের খামারে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামের ফজর উদ্দিনের বাড়ি থেকে হাঁসের খামারে যাচ্ছিলেন সুরাফ। পথিমধ্যে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ প্রেরণ করেন।  রাতে সুনামগঞ্জ যাওয়ার পথে তিনি মারা যান। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ