তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট: ১৬:২৮, ১৩ এপ্রিল ২০২১
যাদুকাটা নদীর তীরে হাজারো বালু-পাথর শ্রমিকদের মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় কর্মসংস্থানের দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে হাজারো কর্মহীন বালু পাথর শ্রমিক।
উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড়, ঘাগটিয়া, বাদাঘাট, শাহিদাবাদ, বারিকটিলা, শিমুলতলাসহ যাদুকাটা নদীর তীরবর্তী ৩০টি গ্রামের হাজারো বেকার নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়।
মঙ্গলবার (১৩ এপ্রিল )দুপুর ১২টায় যাদুকাটা নদীর বালু-পাথর ব্যাবসায়ী ও শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, যাদুকাটা নদীর বালু-পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণত সম্পাদক আব্দুস শহীদ, ইউপি সদস্য রেনু মিয়া, বালু পাথর ব্যবসায়ী বিল্লাল হোসেন, হাকিকুল মিয়া, মোতালেব মিয়া, রহিছ মিয়া, জাহাঙ্গীর মিয়া, কায়রাত হোসেন, কামাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে শ্রমিকরা জানান, প্রায় দু বছর ধরে যাদুকাটা নদীতে কাজ বালি পাথর উত্তোলন বন্ধ রয়েছে। এতে করে আমরা কর্মহীন দিন কাটাচ্ছি । কাজ করতে না পারায় খুব কষ্টে জীবনযাপন করছি। ছেলে মেয়ের পড়াশোনা ও সংসারের খরচ নিয়ে আমরা দিশেহারা। এলাকায় বিকল্প কোনো কাজের সুযোগও নেই। অবৈধভাবে সুবিধাভোগী একটি মহল এই নদীকে নিয়েে রাজনৈতিক ফায়দা লুটতে মহামান্য হাইকোর্টে রিট করেছে। এতে করে আমাদের কর্মসংস্থানের সুযোগ বন্ধ রয়েছে । করোনা কালিন সময়ে আমরা কোন সরকারী সুযোগ সুবিধাও পাচ্ছি না। রমজান মাস চলে এসেছে কিন্তু আমাদের ঘরে কোন খাবার নেই। সরকারের কাছে আমরা দাবি জানাই যাদুকাটা নদীতে আমাদের কাজ করার সুযোগ করে দেয়া হউক ।
উল্লেখ্য, যাদুকাটা নদী থেকে কয়লা, পাথর ও বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন হাজার হাজার স্থানীয় নারী পুরুষ। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২০২০ সালের মার্চ থেকে সেখানে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে সরকার।
আইনিউজ/রাজন চন্দ/এসডি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার