Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:১১, ২৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৪:২৯, ২৭ ডিসেম্বর ২০২০

রোববার থেকে সিলেট-মৌলভীবাজার ও হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস চালু

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে সিলেট থেকে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল রুটে চালু হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস সার্ভিস। একই দিনে সিলেট থেকে হবিগঞ্জ রুটেও বাস সার্ভিস চালু হবে।

রোববার সকাল ৯টায় সিলেটের কদমতলী বাস টার্মিনালের নির্ধারিত কাউন্টার থেকে এই দুই রুটে প্রথম বাস ছেড়ে যাবে।

এর আগে গত ২২ ডিসেম্বর এই দুই রুটের বাস সার্ভিসের উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু ধর্মঘটের কারণে চলাচল করতে পারে নি বাস।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিসি সিলেট ডিপোর ব্যবস্থাপক মো. জুলফিকার আলী।

তিনি জানান, সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে প্রতিদিন ৬টি করে মোট ১২টি গাড়ি চলবে। বাসগুলো ছাড়বে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী থেকে। তবে প্রথম পর্যায়ে এই দুইরুটে দুইটি করে মোট চারটি গাড়ি চলাচল করবে। পরবর্তীতে এই রুটে একে একে করে মোট ১২টি গাড়ি চলাচল করবে বলেও বিআরটিসি সিলেট ডিপো সূত্র জানায়। প্রাথমিক অবস্থায় চালু হওয়া সবগুলো বাসই শীততাপ নিয়ন্ত্রিত। 

সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটের ভাড়া যথাক্রমে ২৩৫ টাকা (শ্রীমঙ্গল) ও ১৮০ টাকা (মৌলভীবাজার) এবং সিলেট-হবিগঞ্জ রুটের এসি গাড়ির ভাড়া ২৭৭ টাকা। তবে শীতকালীন সিলেট-হবিগঞ্জ রুটের এসি বাসের ভাড়া নেয়া হবে ১৮০ টাকা ও মৌলভীবাজারে ১৪০ থেকে ১৬০ টাকা ও শ্রীমঙ্গল পর্যন্ত ১৭০ থেকে ১৮০ টাকা পর্যন্ত নেয়ার পরিকল্পনা রয়েছে বিআরটিসি কর্তৃপক্ষের।

ভাড়ার বিষয়টি আরো বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মো. জুলফিকার আলী 

বিআরটিসি বাস কাউন্টার

সিলেট : বিআরটিসি বাসের সিলেট প্রতিনিধি সোয়াইব শুভ আইনিউজকে জানান- বিআরটিসি বাসের সিলেট কেন্দ্রীয় কাউন্টার রয়েছে হুমায়ুন রশীদ চত্বর এলাকায়। যেটা বিআরটিসি কেন্দ্রীয় বাস কাউন্টার হিসেবে পরিচিত। এছাড়া ক্বীন ব্রিজ এলাকায় টিকেট কাউন্টার দেয়ার পরিকল্পনা রয়েছে। সিলেটে বিআরটিসি বাস সম্পর্কে ০১৩০৫৮১২৯৮৫ মোবাইল নম্বরে বিস্তারিত তথ্য ও সিট বুকিং দেওয়া যাবে। 

মৌলভীবাজার : ঢাকা-বাসস্ট্যান্ড ও জুগিডহর পৌর বাস টার্মিনাল। 

শ্রীমঙ্গল : হবিগঞ্জ রোডে র‌্যাব কার্যালয়ের সামনে এবং মৌলভীবাজার রোডে নজরুল কমিউনিটি সেন্টারের বিপরীতে।

হবিগঞ্জ : শায়েস্তানগর বাস টার্মিনাল এবং  শায়েস্তাগঞ্জ

সোয়াইব শুভ জানান- রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় সিলেট প্রথম বাস ছাড়বে। পরবর্তীতে এই রুটের সময়সূচি চুড়ান্ত হবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়