Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০১ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৬ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৩, ১৩ নভেম্বর ২০২১

সিলেটের লেডিবাইকার রিয়াকে পুলিশ খুঁজছে

লেডিবাইকার রিয়া

লেডিবাইকার রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সিলেটের লেডিবাইকার রিয়াকে পুলিশ খুঁজছে। পুলিশের করা মাদক মামলায় ৬ দিনেও গ্রেফতার করা যায়নি রিয়াকে। পুলিশের দেওয়া তথ্যমতে ও এজাহার অনুযায়ী, পুলিশের ধাওয়ায় পালিয়ে যান লেডিবাইকার রিয়া।

রিয়া রায় সিলেট নগরীর কুমারপাড়ার মন্দিরগলির ঝর্ণারপাড় এলাকার ৬২/এ-এর বাসিন্দা রামু রায়ের মেয়ে। সিলেটে তিনি লেডিবাইকার নামে পরিচিত। টিকটক এবং ফেসবুকে তরুণীদের মোটরসাইকেল চালাতে উদ্বুদ্ধ করতেন রিয়া। 

গত ৭ নভেম্বর রাতে পুলিশ হাতেনাতে রিয়ার বয়ফ্রেন্ড আরমান সামীকে মদ, ১০ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত নীল রঙের গাড়িও জব্দ করা হয়। এ ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান রিয়া।

পরে ৮ নভেম্বর সিলেট এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশ বাদী হয়ে মাদক মামলায় রিয়া ও তার বয়ফ্রেন্ড আরমান সামীকে আসামি করেন।

এদিকে পালিয়ে যাওয়ার পর এতদিনেও রিয়াকে গ্রেফতার না হওয়ায় আবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির  বলেন, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তাকে গ্রেফতারের জন্য আমরা সব পন্থা অবলম্বন করছি। যেকোনো সময় সে পুলিশের খাঁচায় বন্দি হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়