নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মাধবপুর লেকে এলে শোনা যায় কৃষ্ণ দাসের বাঁশি
ঘুরতে আসা তরুণরা শুনছেন কৃষ্ণ দাসের বাঁশির সুর। ছবি- আই নিউজ
কমলগঞ্জের মাধবপুর লেকের আশপাশের চা বাগানে ঘুরেবেড়ালে পর্যটকদের কানে হঠাৎ এসে বাজে বাঁশির শব্দ। চা বাগানের মনোরম দৃশ্য আর লেক পাড়ের সৌন্দর্য দেখতে আসা লোকেরা এ বাঁশির সুর শোনেন আনমনে। এভাবেই, গেল এক বছর ধরে মাধবপুর লেক এলাকায় আগত পর্যটকদের বাঁশি বাজিয়ে শুনিয়ে আসছেন কৃষ্ণ দাস। কৃষ্ণ দাসের বাঁশি শুনতে এখন অনেকেই এখানে আসেন বন্ধুবান্ধবদের নিয়ে।
কখনো আব্দুল করিম, কখনো রাধারমন আবার কখনো নাম না জানা কোনো শিল্পীর গানের সুর সদা বাজে কৃষ্ণ দাসের বাঁশীতে। নিজে বাঁশি বিক্রি করেন সাথে বাজানও। একারণে তাঁর সঙ্গে সবসময় চার পাঁচটি বাঁশি থাকে। গান ভেদে একেকসময় একেক বাঁশীতে মনোহরা সুর ধরেন কৃষ্ণ দাস। মাধবপুর লেক এলাকায় যারা বসবাস করেন তারা এখন হরহামেশাই শুনতে পান তাঁর বাঁশির সুর। এতে করে এখানে ঘুরতে আসা পর্যটকরাও পেয়ে যান বাড়তি বিনোদন।
মাধবপুর লেকে ঘুরতে আসা এক কলেজ শিক্ষার্থী বলেন, বন্ধুদের নিয়ে চায়ের টিলায় ঘুরছিলাম। হঠাৎ কানে আসলো সুন্দর একটা বাঁশির সুর। এমন পরিবেশে বাঁশির শোনে ভালোই লাগছিলো। পরে খুঁজতে খুঁজতে কৃষ্ণ দাদাকে পেলাম। তিনি আমাদেরকে আরো অনেকগুলো সুর বাজিয়ে শোনালেন।
তবে, সাম্প্রতিক সময়ে টানা হরতাল, অবরোধের কারণে কৃষ্ণ দাসের বাঁশি বাজানোর পেশায়ও প্রভাব পড়েছে। বাঁশি বাজিয়ে আগে যা উপার্জন করতেন এখন টানা হরতাল, অবরোধের কারণে তা অর্ধেকে নেমে এসেছে। উর্ধ্মূল্যের বাজারে এই ক্ষুদ্র আয়েও খারাপ প্রভাব পড়ার কথা জানালেন বংশীবাদক কৃষ্ণদাস। পর্যটক না আসায় এখন আর বাঁশি বাজিয়ে আগের মতো রোজগার হয়না তাঁর।
বংশীবাদক কৃষ্ণ দাস বলেন, গেল একবছর ধরে এইখানে বাঁশি বাজাই। কোনোদিন সাতশো কোনোদিন পাঁচশো রুজি করেছি। কিন্তু এই হরতাল, অবরোধ শুরু হবার পর থেকে আয় রোজগার কমে গেছে। পর্যটকরা এ অবস্থায় ঘুরতে আসছেন না বললেই চলে। পর্যটক না থাকায় বাঁশি বাজিয়ে টাকা রোজগার হচ্ছে না আগের মতো। অন্যদিকে বাজারে ঢুকলে মনে হয় মরে যাই। সবকিছুর এতো দাম যে, দোকানিকে কিছু জিজ্ঞেস করতেও ভয় লাগে। এই অবস্থায় কিছুটা খারাপ সময় যাচ্ছে বলতে পারেন।
এদিকে টানা অবরোধ, হরতালের কারণে মৌসুমের শুরুতেই ধ্বস নেমেছে শ্রীমঙ্গলের পর্যটন খাতে। দেশে রাজনৈতিক অস্থিরতা থাকায় ঘুরতে আসছেন না দর্শনার্থী, পর্যটকরা। অনেকেই আবার হোটেল বুক করেও বুকিং বাতিল করছেন। এতে করে লোকসান গুনছেন পর্যটক খাতের ব্যবসায়ীরা। একই প্রভাব পড়েছে কৃষ্ণ দাসের বাঁশি বাজানোর পেশায়ও।
আই নিউজ/এইচএ
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে