Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৭, ২৭ আগস্ট ২০২২
আপডেট: ২০:২০, ২৭ আগস্ট ২০২২

চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা

বাংলাদেশে চা শিল্পের ইতিহাস প্রায় ১৬৮ বছরের। কিন্তু এই দীর্ঘ সময়েও দৈনিক মজুরি বৃদ্ধির দাবি নিয়ে বারবার আন্দোলন করতে হয়েছে চা শ্রমিকদের। অবশেষে টানা ১৯ দিনের আন্দোলনের ফলে ১৬৮ বছরের মাথায় চা শ্রমিকদের বেতন বেড়ে ১৭০ টাকায় দাঁড়ালো। যদিও নতুন নির্ধারিত মজুরি চা শ্রমিকরা গ্রহণ করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।

বাগান মালিকদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পর চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে আনুপাতিক হারে চা শ্রমিকদের অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে বলেও সিদ্ধান্ত হয়েছে। ফলে নতুন মজুরির হিসাবে সব মিলিয়ে চা শ্রমিকদের দৈনিক মজুরি হবে ৪০০ থেকে ৫০০ টাকা।

শনিবার (২৭ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে বিকাল চারটার পরপরই দেশের চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে তেরোটি চা বাগানের মালিকরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমদ কায়কাউস।

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমদ কায়কাউস জানান, প্রধানমন্ত্রী চা শ্রমিকদের রোববার (২৮ আগস্ট) থেকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন।

এদিকে ধর্মঘটের ১৪তম দিনেও দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সব চা-বাগানে কাজ বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন চা বাগানে সভা–সমাবেশ হয়েছে।

গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন তারা। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করে ২৩ আগস্ট চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও তা মানছেন না সাধারণ শ্রমিকেরা।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়