Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

৪ প্রতিষ্ঠানকে ভারত থেকে ডিম আমদানির অনুমতি দিল সরকার 

আরতে ক্যারেট ভর্তি লাল ডিম। ছবি- সংগৃহীত

আরতে ক্যারেট ভর্তি লাল ডিম। ছবি- সংগৃহীত

দেশে ভোক্তা পর্যায়ে ডিমের দাম নাগালের বাইরে চলে গেছে অনেকদিন ধরেই। ডিমের বাজারের এ অস্থির অবস্থা দূর করতে চারটি কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের চার প্রতিষ্ঠান এক কোটি করে এ ডিম আমদানি করতে পারবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মো. হায়দার আলী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় রোববার দেশের চার প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে। আমদানি করা ডিম লেটার অব ক্রেডিট (এলসি) খোলার এক সপ্তাহের মধ্যে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই এটি শুরু হবে।

এদিকে মন্ত্রণালয় সূত্র জানা গেছে, দেশে প্রতিদিন চার কোটি ডিমের প্রয়োজন হয়। এজন্য দেশের বাজারে ডিমের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রাথমিক পর্যায়ে সরকার আমদানির পর বাজার স্থিতিশীল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

গত ১৪ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় আমিষের দাম বাড়ার মধ্যে খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার। তবে সরকারের বেঁধে দেওয়া দামের প্রভাব পড়েনি রাজধানীর কাঁচাবাজারে। সরকারি নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বাজারে ডিম বিক্রি করছেন বিক্রেতারা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়