Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ২৮ জুন ২০২০
আপডেট: ১৪:৫৯, ২৮ জুন ২০২০

আসছে ‘ওস্তাদ আলিচাঁদ বকশি’

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু ফারিয়া শাহরিনের।

বর্তমানে ফারিয়া মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং বিভাগে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন বাংলাদেশে।

করোনার পরে এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। একটি নাটকের শুটিং করলেন। নাটকের নাম 'ওস্তাদ আলিচাঁদ বকশি'।

এই নাটকের মাধ্যমে প্রথবারের মতো জুটি হলেন মীর সাব্বির ও ফারিয়া শাহরিন। এখানে ফারিয়া অভিনয় করেছেন ভিআইপি এক মেয়ের চরিত্রে। তার বিপরীতে মীর সাব্বির রয়েছেন ট্রাক ড্রাইভার চরিত্রে।

এ নাটক প্রসঙ্গে গণমাধ্যমকে ফারিয়া বলেন, “মীর সাব্বির ভাইয়ের সাথে এটি আমার প্রথম কাজ। হিমু আকরাম ভাইয়ের সঙ্গেও প্রথম কাজ। সবাই অনেক মজা করে কাজটি করেছি।”

মূলত ঈদুল আজহাকে কেন্দ্র করে ‘ওস্তাদ আলিচাঁদ বকশি’ নির্মাণ করা হয়েছে। পরিচালক জানান, এটি প্রচারিত হবে আরটিভিতে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়