Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

ইয়ানূর রহমান

প্রকাশিত: ১২:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

‘গত ১৪ বছরে দেশে ৫৪ সাংবাদিক খুন হয়েছে’

প্রেসক্লাব যশোরে রোববার দুপুরে শামছুর রহমান, সাগর-রুনি, সাইফুল ইসলাম মুকুল সহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি এমএ আইউব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের সভাপতি এম আব্দুল্লাহ।

প্রধান বক্তা ছিলেন মহাসচিব নুরুল আমিন রোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহসভাপতি রাশিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এইচএম আলাউদ্দিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাইফুর রহমান সাইফ, সাইফুল ইসলাম সজল।

সাংবাদিক সমাবেশে বক্তারা বলেন, গত ১৪ বছরে দেশে ৫৪ সাংবাদিক খুন হয়েছে। সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন বহু। যারা গত ১৪ বছরে হালুয়া রুটি খেয়ে আসছেন তারাই এখন রাজপথে নির্যাতিত সাংবাদিকদের পক্ষে  আন্দোলন করছেন। 

বক্তারা সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। সাংবাদিক সমাবেশ সার্বিক সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জান।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ভিডিও গ্যালারী 

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ