Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

মো. আজিজার রহমান, দিনাজপুর

প্রকাশিত: ১৬:০৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

খানসামায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

তরুণীকে পাঠানো অভিযুক্ত ছেলের (শুভ) মুঠোফোন বার্তা। ছবি- আই নিউজ

তরুণীকে পাঠানো অভিযুক্ত ছেলের (শুভ) মুঠোফোন বার্তা। ছবি- আই নিউজ

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালবাসা দিবস কাল। আর সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে খানসামার এক প্রেমিকা বুকভরা আশা নিয়ে ছুটে গিয়েছিল প্রেমিকের বাড়ি। কিন্তু সেখানে গিয়ে জানলেন প্রেমিকের বিয়ে ঠিক হয়ে আছে অন্য কারো সঙ্গে। তার প্রতিবাদে প্রেমিকের বাড়িতেই বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন ওই প্রেমিকা। কনকনে শীত উপেক্ষা করে প্রেমিক শুভ চন্দ্র রায় (২৩) বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (২১)। 

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামারবিষ্ণুগঞ্জ গ্রামের নাপিত পাড়ায় এ ঘটনা ঘটে। সোমবার সকাল থেকে মানিক রায়ের ছেলে প্রেমিক শুভ'র ওই তরুণী বিয়ের দাবিতে অনশন করছে। তার বাড়ি উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া শাহাপাড়া এলাকায়। 

তরুণী জানান, দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। আমাদের প্রেমের প্রমাণস্বরূপ অনেক এসএমএস রয়েছে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১ বছর ধরে শারীরিক সম্পর্ক করেছেন সেই প্রেমিক। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিলাম। কিন্তু পরিবার অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে। তাই বাধ্য হয়ে অনশন শুরু করি। সে যদি আমাকে বিয়ে না করলে আমি আ ত্ম হ ত্যা করব। 

তরুণী আরো জানান, পরিবার থেকে বিয়ের কথা বললে ছেলেপক্ষ যৌতুকের দাবি হিসেবে ৫ লাখ টাকা চায়। 
পরিবার থেকে এত টাকা দেওয়া সম্ভব হবে না বলে গোপনে তারা অন্য জায়গায় বিয়ের আয়োজন করে। রোববার (১২ ফেব্রুয়ারি) আশীর্বাদ হওয়ার খবর শুনে আমি সকালে আশ্রয় নেই ছেলের বাড়িতে। আমার উপস্থিতিতে ছেলে বাসা থেকে পালিয়ে যায়। পরে ছেলের কাকা এবং কাকি ও পিসি মিলে আমাকে জোরজবস্তি করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

প্রেমিক শুভ পলাতক থাকায় এ বিষয়ে তার কোন মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়াও এ বিষয়ে প্রেমিকের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। 

এদিকে এ নিয়ে অনশনকারী তরুণীর বাবার সাথে বারবার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

ঘটনার ব্যাপারে ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, আমি ঘটনাটি শুনার পর মেয়েটিকে ইউনিয়ন পরিষদে আনা হয়েছে। তবে মেয়ে ও ছেলে পরিবারের কেউ এখানে এখনো আসেনি। এখানে উভয়ের পরিবার যেটা সিদ্ধান্ত নিবে। আমার এখানে করার নেই।

খানসামা থানার তদন্ত ওসি তহিদুল ইসলাম জানান, এ নিয়ে এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ভিডিও গ্যালারী 

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ