গাছে ঝুলছেন মা, পুকুরে আড়াই মাসের শিশুর লাশ

ছবি: সংগৃহীত
নোয়াখালীতে পুকুরে ভাসমান আড়াই মাসের শিশু ও পুকুড়পাড়ের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামী ও শ্বশুর বাড়ির সবাই পলাতক রয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার নোয়াখালী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের আকবর আলী বাবরের স্ত্রী বিবি মরিয়ম ও তার মেয়ে মাইমুনা আক্তার।
বিবি মরিয়মের ভাই আব্দুল করিম আইনিউজকে জানান, কয়েক মাস ধরে প্রতিবেশী তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন আকবর। এ নিয়ে প্রায়ই মরিয়মের সঙ্গে তার বাকবিতণ্ডা হতো। কয়েকবার স্থানীয়ভাবে সালিশও হয়েছে। এরই জেরে বৃহস্পতিবার রাতে মরিয়ম ও তার আড়াই মাসের মেয়েকে হত্যা করেছে আকবর ও তার পরিবারের সদস্যরা। এরপর ঘটনা ভিন্নখাতে নিতে মরিয়মের লাশ গাছে ঝুলিয়ে তারা পালিয়ে যায়।
সদর থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া আইনিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে শিশু ও পাড়ের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি। নোয়াখালী সদর হাসপাতালে ময়নাতদন্ত চলছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরো জানান, নিহত মরিয়মের পরিবারের দাবি, পরকিয়ার জেরে বাকবিতণ্ডা ও যৌতুকের জন্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এ বিষয়ে তদন্ত চলছে। পলাতকদের খোঁজা হচ্ছে।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন