Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ৫ মার্চ ২০২১
আপডেট: ০০:৪০, ৬ মার্চ ২০২১

‘ডাকাত’ ভেবে পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার তিতাসে ‘ডাকাত’ সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে উপজেলার চরকাঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আরিফ উদ্দিন। তিনি দাউদকান্দি উপজেলার সব্জিকান্দি এলাকার বজলুর রহমানের ছেলে।

জানা গেছে, র্দীঘদিন ধরে চরকাঠালিয়া এলাকার প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রীর সঙ্গে পরকীয়া চলছিল আরিফের। বৃহস্পতিবার রাতে ওই নারীর সঙ্গে দেখা করতে গেলে তাকে ডাকাত ভেবে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তবে আরিফের পরিবারের দাবি, আরিফকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, সম্প্রতি চরকাঠালিয়া এলাকায় ডাকাতের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকা পাহারার ব্যবস্থা করেছিল গ্রামবাসী। আরিফ তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে তাকে ডাকাত সন্দেহে গণপিটুনি দেয় পাহারাদাররা। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ/আরআর

আরও খবর-

‘রূপের ঝলক’ দেখিয়ে পাততেন ফাঁদ, লুটতেন সর্বস্ব 

স্বামীর বিরুদ্ধে ‘সুইসাইড নোট’ লিখে গৃহবধূর আত্মহত্যা

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ