Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

ঝিনাইদহ প্রতিনিধি:

প্রকাশিত: ১৭:২১, ১২ জুন ২০২২

ঝিনাইদহে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাপের কামড়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুন) ভোরে উপজেলার নিচতোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ওই স্কুলছাত্রীর নাম লিলি (১২)। সে নিচতোলা গ্রামের ইউনুছ আলীর মেয়ে। লিলি পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, শনিবার (১১ জুন) রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায় লিলি। ভোরে বিষধর একটি সাপ কামড় দেয়। টের পেয়ে পরিবারের লোকজন লিলিকে গ্রামের কবিরাজ দিয়ে চিকিৎসা করায়। অবস্থার অবনতির পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ