Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

হুমায়ুন কবির, তারাকান্দা প্রতিনিধি:

প্রকাশিত: ১৯:০০, ১৩ সেপ্টেম্বর ২০২২

তারাকান্দায় সংস্কারের অভাবে পুকুরে পরিণত হয়েছে গাড়ির রাস্তা

ছবি পাঠিয়েছেন প্রতিনিধি

ছবি পাঠিয়েছেন প্রতিনিধি

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় তারাকান্দা-শ্যামগঞ্জ সড়কের তারাকান্দা বামনীকোণা থেকে শ্যামগঞ্জ ডেঙ্গার মোর পর্যন্ত প্রায় ৯-১০ কিলোমিটার রাস্তা ভেঙে শোচনীয় অবস্থার সৃষ্টি হয়েছে। পিচ ও খোয়া ওঠে সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ছোট বড়-গর্ত অনেক গর্ত। ফলে সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে থাকে পানি। যেন ছোটখাটো ডোবা, পুকুর। এতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। ভোগান্তিতে রয়েছেন এ রাস্তা দিয়ে যাতায়াতকারী হাজারো মানুষ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার রামপুর, গালাগাঁও, কামারিয়া ইউপির অন্তত ৩০টি গ্রাম এবং পূর্বধলা ও গৌরীপুরে ১০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ সড়কটি দিয়ে যাতায়াত করেন। দুই উপজেলার সঙ্গে সংযোগ স্থাপনকারী সড়কও এটি।

বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে এ সড়ক দিয়েই চলাচল করতে হয় স্থানীয় বাসিন্দাদের। রোগীদের নিয়ে যেতে হয় হাসপাতালে। কিন্তু সড়কের শোচনীয় অবস্থার কারণে তাঁদের দুর্ভোগের মাত্রা বাড়ছে। বিশেষত গর্ভবতী মহিলা ও শিশুদের নিয়ে যেতে বেশি বিপাকে পড়ছেন স্বজনেরা।

স্থানীয়রা জানায়, সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার করা হচ্ছে না। ফলে পিচ ও ইট-পাথর উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এখন বৃষ্টির পানি জমে দিন দিন বড় বড় গর্তে রূপ নিয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে যায় সড়কটি। এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে সড়কটি দ্রুত সংস্কার প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে যাতায়াতকারী কয়েকজন সিএনজি চালক বলেন, 'সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে গাড়ি চালাতে অনেক সমস্যা হচ্ছে। যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। প্রতিদিন গাড়ি মেরামতের কাজ করতে হয়। এতে বাড়তি অর্থ ব্যয় হয়ে যাচ্ছে'।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কটি সংস্কার না হওয়ায় এখানকার ও আশপাশের এলাকার ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মালামাল পরিবহনে সময় ও ব্যয় বেশি হচ্ছে। এ ছাড়া অন্তঃসত্ত্বা নারী, অসুস্থ ও বৃদ্ধ লোকজন এ সড়কের নাম শুনলেই ভয় পান।

এছাড়াও উক্ত সড়কের পাশেই রয়েছে ভাট্রা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ অসংখ্য ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান । ফলে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান জানান, 'এ সড়কে চলতে গিয়ে অনেকেই যন্ত্রণায় পড়েন বলে জানিয়েছেন। সড়ক মেরামতের বিষয়ে সমন্বয় কমিটির সভায় তা উত্থাপন করা হবে'।

উপজেলা প্রকৌশলী (এলজি ইডি) জানান, ভাঙা সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অতি দ্রুত সংস্কার করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত জানান, 'সড়কটি অতি দ্রুত সংস্কার করা হবে'।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ