Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

মারুফ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৪:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২২

প্রেম করে হিজড়াকে বিয়ে, পরিণতি তালাক

শিক্ষক পুত্র অন্তর এবং তৃতীয় লিঙ্গের ফুলজান

শিক্ষক পুত্র অন্তর এবং তৃতীয় লিঙ্গের ফুলজান

সিরাজগঞ্জের সলঙ্গায় শিক্ষকের ছেলে কর্তৃক হিজড়া সম্প্রদায়ের একজনকে ২ লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করার পর পারিবারিক চাপের মুখে ৭০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা পুর্বক তালাক দেওয়া হয়েছে বলে এলাকায় গুঞ্জন ওঠেছে। কাউকে না জানিয়ে হিজড়াকে বিয়ে ও পরবর্তী তালাক দেওয়ার ঘটনাটি এতদিন চাপা থাকলেও তা এখন জনসম্মুখে ছড়িয়ে পড়েছে।

অপরদিকে ঘটনাটি গোপনে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিসহ  কতিপয় মাতব্বররা প্রায় ১৫দিন আগে সিরাজগঞ্জ রোডের পুর্ব-দক্ষিণ পাশে অবস্থিত দাদনপুর প্রিয় নীড়ে বসে সামাজিক শালিসের মাধ্যমে ৭০ হাজার টাকার বিনিময়ে  রফাদফা পুর্বক নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে তালাক নিয়েছেন ছেলের পরিবার।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া তথ্যের সুত্র ধরে সরেজমিনে গিয়ে জানা যায়, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের দাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এরফান আলীর পুত্র সাহেবগঞ্জ জিআর কলেজ এর একাদশ শ্রেনির ছাত্র অন্তর (১৮) বগুড়ার জেলার শেরপুরের ছোনকা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকার ও বর্তমান সিরাজগঞ্জ রোডের প্রিয় নীড়ের বাসিন্দা তৃতীয় লিঙ্গের ফুলজান (১৭) এর সাথে প্রেম সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে শিক্ষকপুত্র অন্তর তৃতীয় লিঙ্গের ফুলজানকে ২ লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করে।

এদিকে বিয়ের পর থেকে অন্তর ফুলজানের কাছে বিভিন্ন সময়ে কৌশলে ৩ লক্ষ টাকা ও সোনা গহনা হাতিয়ে নেয়।  ৩ লক্ষ টাকা ও সোনা গহনার হাতিয়ে নেওয়ার পর অন্তর  তার স্ত্রী ফুলজান এর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে নিরুপায় হয়ে ফুলজান হাটিকুমরুলের দাদনপুরে এসে এরফান মাষ্টারের বাড়িতে এসে অনশন শুরু করে এবং বিয়ের ঘটনাটি জনসম্মুখে প্রকাশ করে।

পরবর্তীতে এরফান মাস্টারের পরিবারের সদস্যসহ উভয়ের মনোনিত মাতব্বতরা সম্প্রতি প্রিয় নীড়ে বসে ফুলজানের হাতে ৭০ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে এরফান মাস্টারের পছন্দের কাজী এনে সেই কাজীর মাধ্যমে তালাক করা হয়েছে।

এবিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে এরফান মাষ্টারের স্ত্রী দুলালী খাতুন বলেন, বিষয়টি প্রায় ১৫-২০ দিন আগে শালিসের মাধ্যমে হিজড়া ফুলজানকে ৭০ হাজার টাকা দিয়ে তালাক প্রদান করা হয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ