Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৫ ১৪৩২

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৩, ২৬ ডিসেম্বর ২০২২

বরিশালের রাস্তায় ব্যাগের ভেতর কাটা পুরুষের পা!

ফাইল ছবি

ফাইল ছবি

বরিশালে বঙ্গবন্ধু উদ‌্যানসংলগ্ন বাঁধ রোড সংলগ্ন এলাকায় একটি ব্যাগ থেকে মানুষের কাটা পা উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ ডিসেম্বর) রাত ১২টার দিকে পা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পায়ের ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপ‌রিদর্শক (এসআই) আরাফাত হাসান গণমাধ্যমকে জানান, স্থানীয়র‌া রাতে বঙ্গবন্ধু উদ‌্যানসংলগ্ন বাঁধ রোডে একটি ব‌্যা‌গ দেখেন। পরে সেটি খুলে কাটা পা দেখে পুলিশে খবর দেন তারা।  পরে পুলিশ গিয়ে বিচ্ছিন্ন পাটি উদ্ধার করে।

তিনি আরও জানান, কাটা এই পা পুরুষের। এ‌টি কার বা কীভাবে এখানে এলো, তদন্তের পর সে বিষয়ে জানা যাবে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ