Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৫ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ২৬ ডিসেম্বর ২০২২

ঘন কুয়াশায় দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যহত

দৌলতদিয়া নৌরুটে ফেরি। ছবি- সংগৃহীত

দৌলতদিয়া নৌরুটে ফেরি। ছবি- সংগৃহীত

দেশের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোরে ঘন কুয়াশার কারণে প্রায় ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো। আজ ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

যান চলাচন ২ ঘণ্টা বন্ধ থাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
 
আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন  বিষয়টি নিশ্চিত করেছেন।

 ট্রাকচালক মজিবর রহমান বলেন, ভোর থেকেই প্রচুর কুয়াশার কারণে রাস্তাঘাটে একেবারে কিছুই দেখা যাচ্ছে না। এ কারণে মহাসড়কের একপাশে ট্রাক রেখে বসে আছি। তাছাড়া শুনলাম ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কখন যে নদী পার হতে পারব বুঝতে পারছি না।
 
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে আমরা ফেরি চলাচল ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ রেখেছিলাম।

পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলে ১৩টি ফেরি চলাচল করছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ