Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৩ ১৪৩২

ইয়ানূর রহমান

প্রকাশিত: ১৫:২৯, ১১ অক্টোবর ২০২৩
আপডেট: ১৫:৩৩, ১১ অক্টোবর ২০২৩

বেনাপোলে ৯০ হাজার ইউএস ডলারসহ এক যাত্রী আটক 

বিভিন্ন দেশের মুদ্রাসহ আটক মানিক মিয়া। ছবি- আই নিউজ

বিভিন্ন দেশের মুদ্রাসহ আটক মানিক মিয়া। ছবি- আই নিউজ

যশোরের বেনাপোল স্থলবন্দরে ৯০ হাজার ইউএস ডলার, ১ হাজার ৬১০ ভারতীয়  রুপি ও ৩২ হাজার ৪৮০ টাকা সহ মানিক মিয়া (৩৭) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি।

আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ৮ টার সময় বেনাপোল আইসিপি স্ক্যানিং রুম থেকে তাকে আটক করা হয়।

আটক পাসপোর্ট যাত্রী মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে।

বিজিবি জানায়, ডলারের বড় একটি চালান ভারত থেকে বাংলাদেশে আসছে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি স্ক্যানিং রুম হতে এক পাসপোর্ট যাত্রীর ব্লেন্ডার মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৯০ হাজার ইউএস ডলার, ভারতীয় ১ হাজার ৬ শত ১০ রুপি এবং বাংলাদেশী নগদ ৩২ হাজার ৪ শত ৮০ টাকা সহ মানিক মিয়াকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইউএস ডলার, ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকাসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ