আই নিউজ প্রতিবেদক
কানাডায় পাশ হচ্ছে সি-৭১ বিল, কানাডিয়ানদের জন্য সুখবর!
বর্তমান সময়ে সারাবিশ্ব থেকে প্রচুর পরিমাণ মানুষ কানাডা প্রবেশ করছেন। ইউরোপের এই দেশটি স্থায়ী বাসিন্দা বা কানাডায় সিটিজেনশিপ পাওয়া অনেকেরই স্বপ্ন। এই সিটিজেনশিপ প্রক্রিয়া সম্পর্কিত নতুন একটি বিল পাশ করতে যাচ্ছে কানাডিয়ান পার্লামেন্ট। যার মাধ্যমে, বার্থ প্লেস সিস্টেমে কানাডার সিটিজেনশপ পাওয়ার প্রক্রিয়ায় আগের অনেককিছু বদলে নতুন নিয়ম করা হবে।
সম্প্রতি কানাডার পার্লামেন্টে সি-৭১ নামে একটি বিল উত্থাপিত হয়েছে। বিলটির উদ্দেশ্য বিদেশে জন্মগ্রহণকারী কানাডিয়ান দম্পতির সন্তানদের কানাডার নাগরিকত্ব প্রদান। কেননা, বর্তমানে কানাডায় যে নিয়ম চলমান আছে সে নিয়মে অনেক কানাডিয়ান শুধুমাত্র বিদেশে সন্তান জন্ম দেওয়ার কারণে তাদের সন্তানদের কানাডিয়ান সিটিজেনশিপ পান না।
অনেকের কাছে কানাডার সিটিজেনশিপ পাওয়ার সবথেকে সহজ রাস্তা কানাডায় গিয়ে সন্তান জন্মদান করা। কেননা, কানাডার নিয়মানুযায়ী কানাডার ভূখণ্ডে কোনো শিশু জন্ম নিলে সে কানাডার নাগরিকত্ব পাবে। তাঁর অভিভাবক যেকোনো দেশেরই হোক না কেন। কিন্তু, এই নিয়মে কানাডার স্থায়ী বাসিন্দারা কিছু ক্ষ*তির শিকার হন। কেননা, কোনো কানাডিয়ান যদি বিদেশে গিয়ে বাচ্চা জন্ম দেন তখন আবার কানাডা সেই শিশুকে কানাডার নাগরিকত্ব প্রদান করে না। কেননা, সে কানাডায় জন্ম করেনি। নতুন সি-৭১ বিলে বিতর্কিত এই নিয়মটিই বাদ দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
সি-৭১ বিলটির নতুন নিয়মে একটি কানাডিয়ান দম্পতি বাইরে কোনো দেশে সফররত অবস্থায় বাচ্চা জন্ম দিলেও সেই শিশুকে কানাডার নাগরিকত্ব প্রদান করা হবে। আগের নিয়মে যা ছিল না। তবে, নতুন নিয়মে এর জন্য কিছু শর্তও আরোপ করা হয়েছে।
সি-৭১ বিলের বলা হয়েছে, নতুন নিয়মে কোনো কানাডিয়ান দম্পতি বাইরের কোনো দেশে গিয়ে সন্তান জন্মদান করলেও তাঁকে কানাডার সিটিজেনশিপ দেওয়া হবে। তবে, কিছু শর্ত মানতে হবে। বিলে উল্লেখ করা হয়েছে- সন্তান জন্মদান করা দম্পতিকে এর আগে কমপক্ষে কানাডার নাগরিক হিসেবে ১০৯৫ দিন কানাডায় সশরীরে অবস্থান করতে হবে।
বলা হচ্ছে, বিল C-71 আইনটি কার্যকর হলে দ্বিতীয় বা পরবর্তী প্রজন্মের মধ্যে যারা আগের নিয়মের কারণে সরাসরি কানাডিয়ান রক্তের হয়েও সিটিজেনশিপ পাননি তাদেরকে নাগরিকত্ব দেবে কানাডা। পাশাপাশি ওইসকল লোকদেরকেও সিটিজেনশিপ দেওয়া হবে যারা এরিমধ্যে আগের আইনের কারণে কানাডার সিটিজেনশিপ পান নি।
সুতরাং, বলা যায় যদি সি-৭১ বিলটি কার্যকর হয় তাহলে অনেক কানাডার নাগরিকদের জন্য এটি সুখবর হয়ে আসবে। বিশেষ করে, যারা কানাডিয়ান নাগরিক হয়েও তাদের সন্তানরা অন্য দেশে জন্মগ্রহণ করায় কানাডার সিটিজেনশিপ পাননি তারা। কেননা, এই বিল কার্যকর হলে তাদেরকে তাদের হারানো নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হবে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি