Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ১৫ সেপ্টেম্বর ২০২০

রাস্তায় কটূক্তি করায় ট্যাক্সিচালককে পুলিশে দিলেন মিমি

ফাইল ছবি

ফাইল ছবি

সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অশ্লীল ইঙ্গিত করায় গ্রেফতার হল এক ট্যাক্সিচালক। ঘটনার সূত্রপাত মিমি জিম থেকে বাড়ি ফেরার সময়। সোমবার গভীর রাতে বালিগঞ্জ ও গড়িয়াহাটের মাঝামাঝি এলাকায় ট্র্যাফিক সিগনালে যখন নায়িকার গাড়ি দাঁড়িয়েছিল।এমন সময় তার দিকে কুৎসিত অঙ্গভঙ্গি করেন এক ট্যাক্সি চালক। এরকম ঘটনায় রীতিমতো হতবাক হয়ে পড়েন মিমি। ক্ষুব্ধ মিমি অভিযোগ দায়ের করেন গাড়িয়াহাট থানায়। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ 

ঘটনাচক্রে, ওই দিন মিমির দেহরক্ষী তার সঙ্গে ছিলেন না। মঙ্গলবার মিমি বলেন, ‘সরকারি গাড়ি দেখেও যদি এক ট্যাক্সিচালক তার আরোহীকে উদ্দেশ্য করে প্রকাশ্যে এমন অশ্লীল অঙ্গভঙ্গি ও মন্তব্য করতে পারে, তা হলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে!’

আরও জানান, সে কারণেই তিনি কালক্ষেপ না করে গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন এবং পুলিশের কাছে অভিযোগ জানান।

পুলিশ জানায়, সোমবার রাত ১টা নাগাদ বালিগঞ্জ ফাঁড়ির কাছে ক্রমাগত হর্ন দিতে দিতে মিমির গাড়িকে ওভারটেক করে একটি ট্যাক্সি। মিমি গাড়ি থেকে নেমে ট্যাক্সিটি দাঁড় করান। তখন ট্যাক্সিচালক মিমির উদ্দেশে অনবরত কটূক্তি করে। অশ্লীল অঙ্গভঙ্গিও করে। নায়িকা দ্রুত এক কর্তব্যরত সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করেন। ওই সার্জেন্ট আধ ঘণ্টার মধ্যে ট্যাক্সিসহ চালককে আটক করেন।

এর আগেও মিমি এমন প্রতিবাদী ভূমিকায় নেমেছেন। বছর চারেক আগে এক পথচারীকে একটি বাইক ধাক্কা মেরে হিঁচড়ে নিয়ে যাচ্ছে দেখে গাড়ি থামিয়ে রুখে দাঁড়ান। বাইক আরোহীকে থামিয়ে তাকে রাস্তাতেই নামিয়ে দু-চার ঘা দিয়ে পুলিশ ডাকেন। পরে দেখা যায়, ওই বাইকচালক মাতাল ছিল।

আইনিউজ/এসপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ