Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ২১ নভেম্বর ২০২০
আপডেট: ১৬:৪৫, ২১ নভেম্বর ২০২০

দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কপিল শার্মা

কপিল শর্মা ও তাঁর স্ত্রী গিন্নি

কপিল শর্মা ও তাঁর স্ত্রী গিন্নি

ভারতের কমেডি জগতের অন্যতম কমেডিয়ান কপিল শর্মা। সনি টেলিভিশনে প্রচারিত তাঁর উপস্থাপনার 'দ্য কপিল শার্মা শো' ব্যাপক জনপ্রিয়। সেই হাশিখুশি কপিল শার্মা দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন।  তবে এ বিষয়ে হবু বাবা এখনও স্পিকটি নট। খবর- আনন্দবাজার পত্রিকা

কপিল শার্মা এ বিষয়ে একেবারেই চুপ থাকলেও নেটিজেনদের চোখ এড়াতে পারেনি এ খবর। কিছুদিন আগে করবা চৌথ উপলক্ষে কমেডিয়ান ভারতী সিংহ উৎসব উদযাপনের একটি লাইভ ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে কপিলের স্ত্রী গিন্নিকে এক ঝলক দেখা যায়। ভিডিওতে তার বেবি বাম্প নেটিজেনদের নজর এড়ায়নি।

এদিকে কপিলের ঘনিষ্ঠমহল মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে, ইতিমধ্যেই তার মা অমৃতসর থেকে মুম্বাইতে এসে পৌঁছেছেন।

অপরদিকে, গিন্নির পরিবারও এই সময় মেয়েকে দেখাশোনার জন্য তার কাছেই রয়েছে। সম্ভবত ২০২১ সালের জানুয়ারি মাসে ভূমিষ্ঠ হবে কপিল এবং গিন্নির দ্বিতীয় সন্তান।

২০১৮ সালে গিন্নির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কপিল। তার এক বছর পরেই জন্ম নেয় তাদের কন্যা সন্তান।

আইনিউজ/এইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়