Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৩, ১৩ জানুয়ারি ২০২১

মৃত্যুর সাতদিন পর আশার খোঁজ করলেন নির্মাতা

আশা চৌধুরী

আশা চৌধুরী

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অভিনেত্রী আশা চৌধুরী। এদিকে আশার মৃত্যুর সাতদিন পর এক নির্মাতা তার খোঁজ করেছেন। শিডিউল অনুযায়ী চট্টগ্রামে পাঁচদিন শুটিং করার কথা ছিল আশার। তাকে না পেয়ে তার মায়ের নাম্বারে ফোন করেন ওই নির্মাতা।

দেশের প্রথম সারির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই আশাকে ফোনে পাচ্ছিলেন না নির্মাতা শাহিন রহমান। নম্বর সংগ্রহ করে ফোন করেন আশার মাকে। আশাকে চাইলে কিছু সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন আশার মা পারভিন আক্তার। পরে আশার মৃত্যুর খবর শুনে দুঃখ প্রকাশ করেন নির্মাতা।

বুধবার (১৩ জানুয়ারি) আশার মা গণমাধ্যমকে বলেন, আমার মেয়ে মারা গেছে সেটা পরিচালক জানতেন না। আশা মারা গেছেন কিন্তু এটা যে বিটিভির আশা সেটা তিনি বুঝতে পারেননি। তিনদিন আগে উনি ফোন করেছিলেন। আমি অবাক হয়ে গেছি তার কথা শুনে।

কান্নাজড়িত কণ্ঠে আশার মা আরো বলেন, আমি আমার মেয়ের খুনির বিচার চাই।

নির্মাতা শাহিন রহমান জানান, ১৫ থেকে ২০ জানুয়ারি চট্টগ্রাম ও কক্সবাজারে চিত্রায়ণে অংশ নেয়ার কথা ছিল আশার। কল টাইম, চিত্রনাট্য ও শুটিং ড্রেস নিয়ে কথা বলার জন্যই আশার নম্বরে ফোন করেছিলেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়