নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:০৪, ১৪ জুন ২০২২
‘পদ্মা সেতু’ শিরোনামে গান গাইলেন মমতাজ

গানটির রেকর্ডিংয়ে গীতিকার-সুরকারের সঙ্গে গায়িকা মমতাজ
বাংলাদেশের ১৮ কোটি মানুষের অনেক স্বপ্ন ও গৌরবের, জল্পনা-কল্পনা নিয়ে ‘পদ্মা সেতু’ আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে । এরইমধ্যে অন্যান্য শিল্পীদের সঙ্গে এই সেতু উদ্বোধনের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় গায়িকা, ফোক সম্রাজ্ঞী খ্যাত মমতাজ বেগম। এই সেতুকে ঘিরে চলছে নানান আয়োজন। তৈরি হচ্ছে নতুন নতুন গানও। ১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসার এ সেতু নিয়ে এবার আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। গানটির শিরোনাম ‘পদ্মা সেতু’। এর কথা লিখেছেন দেশের গুণী গীতিকার হাসান মতিউর রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গতকাল (১৩ জুন) ইমন চৌধুরীর নিকেতনের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
‘বাংলাদেশের ইতিহাস ও ঐহিত্যে অনেক বড় একটা প্রাপ্তি হয়ে থাকবে স্বপ্নের পদ্মা সেতু। পুরো জাতি এখন এই সেতু চালুর অপেক্ষা আছে। সেতু নিয়ে এই গানটিতে কণ্ঠ দিয়ে বেশ ভালো লেগেছে। দর্শকও পছন্দ করবেন বলে বিশ্বাস।’
- আইনিউজে আরো পড়ুন : স্বপ্নের পদ্মা সেতু খুলবে ২৫ জুন
গানটির মুখ-‘শত বাঁধা ষড়যন্ত্র ভয়কে করে জয়/ শেখ হাসিনা প্রমাণ দিলেন সাহস কারে কয়/ চেয়ে চেয়ে দেখলো বিশ্ব, কোন মুখে কী বলবে আর, চোখ জুড়ানো মন ভোলানো দেখতে অতি চমৎকার, শেখ হাসিনার উপহার।’
গানটি নিয়ে মমতাজ বলেন, ‘বাংলাদেশের ইতিহাস ও ঐহিত্যে অনেক বড় একটা প্রাপ্তি হয়ে থাকবে স্বপ্নের পদ্মা সেতু। পুরো জাতি এখন এই সেতু চালুর অপেক্ষা আছে। সেতু নিয়ে এই গানটিতে কণ্ঠ দিয়ে বেশ ভালো লেগেছে। দর্শকও পছন্দ করবেন বলে বিশ্বাস।’
- আরো পড়ুন : ছয় শিল্পীর কণ্ঠে ‘পদ্মা সেতু’
গানটির গীতিকার হাসান মতিউর রহমান বলেন, ‘কেবলমাত্র গায়কী এবং কম্পোজিশন একটি গানকে কোথায় নিয়ে যেতে পারে এটা শুনলেই বোঝা যাবে। নিজের কথা বলা ঠিক না। তবুও বলি শেষমেষ গানটি সবার শ্রমে প্রাণ পেয়েছে। আমি ভীষণ খুশি...কৃতজ্ঞতা বাংলাদেশ শিল্পকলা একাডেমী।’
আইনিউজ/এসকেএস
আইনিউজ ভিডিও
চলন্ত ট্রেনে আগুন
রাস্তা পাড়ি দিচ্ছে অজগর, গাড়ি থামিয়ে চালকদের অপেক্ষা
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে
- আগামীকাল লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর
- বৃহস্পতিবার অভিনেতা অপূর্বের বিয়ে
- র্যাবের নজরে আরও ডজনখানেক মডেল-অভিনেত্রী
- চিত্রনায়ক শাহিন আলম এখন কাপড় ব্যবসায়ী
- করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সেলিম চৌধুরী
- সমরজিৎ রায়ের ‘মেঘবালিকা’ গানে প্রথমদিনেই বাজিমাত, দর্শকমুগ্ধতা
- রণেশ ঠাকুরের ঘরে আগুন: গানের মাধ্যমে সঙ্গীত শিল্পী প্রীতমের প্রতিবাদ
- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর
- ৭৭ বছর বয়সী অভিনেতা প্রবীর মিত্রের করোনা জয়