Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ১৬ জুন ২০২২

এখনও ভালোবাসি জনি ডেপকে : অ্যাম্বার হার্ডের কন্ঠে অন্যসুর

হলিউড তারকা জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের সংসার ভেঙেছে অনেক আগে। কিন্তু সেই বিচ্ছেদের জটিলতা শেষ হয়েছে সম্প্রতি। ১০০ মিলিয়ন ডলারের মানহানি মামলায় হেরেছেন অ্যাম্বার হার্ড।

তবে প্রাক্তন স্বামী জনি ডেপকে এখনো ভালোবাসেন বলে জানিয়েছেন অ্যাম্বার হার্ড। মানহানি মামলায় পরাজয়ের পর প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, “দ্য টুডে শো”-কে দেওয়া সাক্ষাৎকারে অ্যাম্বার বলেন, "আমি আমার মনপ্রাণ উজাড় করেই তাকে ভালোবাসি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই ভাঙা সম্পর্কটাকে জোড়া লাগাতে। কিন্তু পারিনি। জনির প্রতি আমার কোনো খারাপ অনুভূতি নেই।"

যদিও মামলায় হেরে যাওয়ার পর অ্যাম্বার দাবি করেন, টাকা দিয়ে পোষা সাক্ষীর কারণেই জনি ডেপ জিতেছেন। এমনকি বিচারকদের পক্ষপাতিত্বের কারণে ন্যায়বিচার পাননি বলেও দাবি তার। 

মামলায় পরাজয়ের কারণে জনি ডেপকে ১৫ মিলিয়ন ডলার  (বাংলাদেশি মুদ্রায় ১৩৪ কোটি টাকারও বেশি) ক্ষতিপূরণ দিতে হবে হার্ডকে।

যদিও এ রায়ের বিরুদ্ধে এখনও আপিল করার সুযোগ রয়েছে অ্যাম্বার হার্ডের। তবে তিনি আপিল করবেন কি-না বিষয়টি এখনও অনিশ্চিত। 

উল্লেখ্য, হলিউড তারকা জনি ডেপ ও অ্যাম্বার হার্ড ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৬ সালে জনি ডেপের বিরুদ্ধে শারীরিক ও যৌন হেনস্তার অভিযোগ এনে আদালতে ডিভোর্সের আবেদন করেন অ্যাম্বার হার্ড। স্ত্রীর সেই অভিযোগ অস্বীকার করলেও ৭ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেন জনি ডেপ। সেই সময়ে আদালতের কাছে দুইজন প্রতিজ্ঞা করেছিলেন যে, ভবিষ্যতে তাদের দাম্পত্য জীবন নিয়ে জনসম্মুখে আর কোনো ধরনের আলোচনা করবেন না তারা।

কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে আবারও শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ করেন অ্যাম্বার। এ কারণেই পরবর্তীতে ব্যক্তিগত আইনজীবীর সহায়তায় মানহানির মামলা করেছিলেন জনি ডেপ। অ্যাম্বারের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন জনি ডেপ। ওই মামলার পর ১০০ মিলিয়ন ডলারের পাল্টা মামলা করেন অ্যাম্বার।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়