Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৮:৫২, ২০ জুন ২০২৪

ভিসার জন্য আবেদন করার নিয়ম

আজকে আমরা জানবো ভিসার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সম্পর্কে। তার মধ্যে প্রথমে আমরা জানবো ভিসার জন্য আবেদন করার নিয়ম ও এই বিষয় সম্পর্কিত আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যা আবেদন করার পূর্বে জানা অতি প্রয়োজন। 

সারা বিশ্বজুড়ে প্রায় কয়েক শতাধিক দেশ হয়েছে। আর এই দেশে রয়েছে নিজস্ব নিয়ম কানুন এবং অন্যান্য বিষয়গুলো। যার মাধ্যমে ঐ দেশ পরিচালনা করা হয় এবং বাহ্যিক বিপদ থেকে নিরাপদে রাখা হয়ে থাকে। তবে এর মধ্যে নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য রয়েছে বর্ডার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো। একজন মানুষ যখন এক দেশ হতে অন্য দেশে ভ্রমণ করে অথবা বিভিন্ন কারণে যাতায়াত করেন। তখন তাদের নিজস্ব কিছু নিয়মকানুন মেনে তারপর যাতায়াত করার প্রয়োজন হয়। যানবাহনের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এর প্রয়োজন হতে হয় তাদের। আজকে আমরা তাই নিয়ে আলোচনা করব এখন নিচে। 

বিভিন্ন ধরনের ডকুমেন্ট এর পাশাপাশি যে বিষয়টি প্রাধান্য বেশি দেওয়া হয়ে থাকে সেটি হচ্ছে পাসপোর্ট এবং ভিসা। পাসপোর্ট যার যার নিজের দেশ থেকে করতে হয় এমনকি ভিসা করতে হয়। কিন্তু এই ভিসার পারমিশন দিয়ে থাকেন ঐ দেশে অবস্থানকারী রাষ্ট্রীয় কার্যালয় থেকে। যাকে বলা হয় এম্বাসি। যেমন আপনি মালোশিয়ার ভিসা নিতে চাচ্ছেন সে ক্ষেত্রে আপনাকে মালয়েশিয়া এম্বাসি বরাবর আবেদন করতে হবে। কিন্তু কিভাবে কি করতে হয় অনেকেরই জানা থাকে না। চলুন দেখে নেই এ সংক্রান্ত তথ্যগুলো। 

ভিসার জন্য আবেদন করার নিয়ম

প্রায় সকল কিছুই অনলাইনে হয়ে থাকে এখন। ঠিক তেমনভাবে অনলাইনেও এখন ভিসা আবেদন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে তেমন কোন ঝামেলার প্রয়োজন নেই। যদি সকল কাগজপত্র এবং ডকুমেন্ট ঠিক থাকে তাহলে অনলাইনের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় তা নিচে দেওয়া হল।

  • একটি বৈধ পাসপোর্ট। 
  • জাতীয় পরিচয় পত্র। 
  • পারমিট। অর্থাৎ যে বিষয়ের উপরে আপনি ভ্রমণ করতে চাচ্ছেন ওই বিষয়ের উপরে পারমিট পাওয়া।
  • পুলিশ ক্লিয়ারেন্স। 
  • ব্যাংক স্টেটমেন্ট। 
  • ছবি। 
  • অভিভাবকের তথ্য। 
  • মেডিকেল সার্টিফিকেট। 

এছাড়া প্রয়োজনে আরো অন্যান্য ডকুমেন্টের প্রয়োজন হতে পারে। সকল তথ্য দিয়ে এম্বাসির ওয়েবসাইটে গিয়ে আবেদন করার পর কয়েকদিন পরে সাক্ষাৎ করার জন্য ডাকা হয়। সকল তথ্য এই সময় সঠিকভাবে বলতে হবে। তারা যদি সকল বিষয়গুলো বিবেচনা করে সঠিক পায় তাহলে আপনাকে এদেশে ভ্রমণ করার জন্য একটি ভিসা দেওয়া হবে।

ভিসা সংক্রান্ত আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় এবং তথ্যগুলো জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এখানে এডুকেশন পারমিট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আলোচনা করা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আলোচনা করা হচ্ছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়