Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ১৯ ফেব্রুয়ারি ২০২১

মিয়ানমারের বিক্ষোভে গুলিবিদ্ধ সেই তরুণীর মৃত্যু

নিহত মিয়াকে সম্মান জানানো হয়েছে

নিহত মিয়াকে সম্মান জানানো হয়েছে

সেনা অভ্যুত্থানের বিরোধীতা করা এক বিক্ষোভকারী মারা গেছেন। শুক্রবার মিয়া থোয়ে থোয়ে খাইন(২০) নামে ওই তরুণী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার পরিবারের এক সদস্য।

গত ৯ ফেব্রুয়ারি সেনাশাসনের বিরোধিতায় রাস্তার নেমে আসা বিক্ষোভকারীর উপর জলকামান, রাবার বুলেট এবং গুলি ছুড়ে পুলিশ। এ সময় মিয়ার মাথায় গুলি লাগে। ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ মৃত্যুবরণ করেছে সে।

শুক্রবার মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাই বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমার খুব কষ্ট হচ্ছে। আর বলার কিছু নেই।’

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের ওপর পুলিশের ব্যবহৃত জলকামান থেকে পালানোর সময় আচমকা মাটিতে লুটিয়ে পড়েন এক নারী।

অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) মুখপাত্র কি টো ফেসবুকের এক পোস্টে জানিয়েছিলেন, মাথায় থাকা হেলমেট ছিদ্র হয়ে গুলিবিদ্ধ হন মিয়া থোয়ে থোয়ে খাইন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়