Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২২

ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

ইসরায়েলি সেনাদের গুলিতে ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি বালক নিহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের নিকটে  ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আলজাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৭ বছরের বালক মোহাম্মদ আবু সালাহকে সিলাত আল-হারিথিয়া গ্রামে হত্যা করা হয়েছে। ইসরায়েলি সেনারা রবিবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে মুহাম্মদ জারাদাতের বাড়ি ভেঙে দিতে আসলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা ও ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ইসরায়েলি সেনাদের অভিযোগ, শতাধিক ফিলিস্তিনিদের অংশগ্রহণে হিংসাত্মক দাঙ্গা শুরু হয়। তাদের মধ্যে কেউ কেউ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, বন্দুকযুদ্ধে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সর্বশেষ