Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৯:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০২২

১৪ ফেব্রুয়ারি ‘লজ্জা দিবস’ পালন করলো পাকিস্তান

আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। সারাবিশ্বেই এ দিনটিকে ভালোবাসা নিয়ে পালন করা হচ্ছে। কিন্তু পাকিস্তানে এ দিনটিকে আখ্যা দেওয়া হয়েছে লজ্জা দিবস বা `হায়া দিবস` হিসেবে। শুধু তাই নয়, ভালোবাসার এ দিনে কোনও ছেলে-মেয়ে কাছাকাছি আসলেই জরিমানা করার নোটিশ দিয়েছে দেশটির বিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিবেশি দেশ পাকিস্তানে আজকের ১৪ ফেব্রুয়ারি ঘিরে ছিলো শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর অবস্থা। ভালোবাসা দিবস পালন বা প্রেমিক-প্রেমিকা কাছাকাছি আসলেই ১ হাজার রুপি থেকে ১০ হাজার রুপি জরিমানার নির্দেশ রয়েছে।

রাওয়ালপিন্ডির ইসলামিক ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ডিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সকল নারী শিক্ষার্থীকে হিজাব পরতে হবে, যেখানে তাদের মাথা, কাঁধ ও বক্ষস্থান ঢাকা থাকবে। আর সকল পুরুষ শিক্ষার্থীকে মাথায় টুপি পরতে হবে। এ ছাড়াও নারী ও পুরুষ শিক্ষার্থীদের কমপক্ষে দুই মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে। অন্যথায় তাদের ৫ হাজার রূপি (পাকিস্তানি) জরিমানা করা হবে এবং অভিভাবকদের কাছে নালিশ পৌঁছানো হবে।

ইসলামাবাদের কায়েদে আজম বিশ্ববিদ্যালয় থেকেও একটি নোটিশে বলা হয়, নারীদের কালো বোরখা পরতে হবে এবং পুরুষদের টুপি। কেউ নিয়ম ভঙ্গ করলে তাকে ৩ হাজার রূপি জরিমানা করা হবে।

পেশোয়ার মেডিকেল কলেজের নোটিশে বলা হয়, সকল নারী শিক্ষার্থীদের কালো বোরখা পরতে হবে এবং পুরুষদের টুপি। সেই সঙ্গে নারী পুরুষের মধ্যে ৬ মিটারের দূরত্ব থাকতে হবে। এই নিয়ম ভাঙ্গলে ১ হাজার রূপি জরিমানা করা হবে।

কমসেট ইউনিভার্সিটি ইসলামাবাদ তাদের এক নোটিশে জানায়, ১৪ ফেব্রুয়ারি ভেলন্টাইনস ডে উপলক্ষে প্রতি বছরের মত এবার শিক্ষার্থীদের জন্য কিছু নিয়ম প্রদান করা হচ্ছে। সকল পুরুষকে সালোয়ার-কামিজ বা শার্ট প্যান্টের সঙ্গে নামাজের টুপি পরতে হবে। সকল নারীকে ফুল হাতা জামা ও হিজাব পরতে হবে। নারী-পুরুষ কাছাকাছি থাকা যাবে না, কমপক্ষে ২ মিটার দূরত্ব থাকতে হবে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সর্বশেষ