আন্তর্জাতিক ডেস্ক
দেড় লাখের বেশি হজযাত্রীকে মক্কা থেকে বের করে দিল সৌদি
ছবি- সংগৃহীত
সৌদি আরবের মক্কায় হজ করতে যাওয়া লাখো অনিবন্ধিত হজযাত্রীকে পবিত্র শহর মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গতকাল রোববার (০৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল আরাবিয়া।
সৌদি কর্মকর্তারা জানান, হজের সময় হজযাত্রীদের আগমনে মক্কায় ভিড় অনেক বেশি থাকে। আর এই ভিড় ব্যবস্থাপনা করা সবচেয়ে বেশি কঠিন। গত বছর ১৮ লাখেরও বেশি মানুষ হজ পালন করেন।
সাম্প্রতিক সময়ে পবিত্র শহর মক্কা থেকে ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশি নাগরিককে বের করে দিয়েছে কর্তৃপক্ষ। তারা বিদেশ থেকে ফ্লাইট নিয়ে সৌদি আরব এলেও তাদের বেশির ভাগই এসেছেন টুরিস্ট ভিসায়। হজ ভিসা না নিয়ে আসার কারণে তাদের মক্কা থেকে বের করে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে সরকারি গণমাধ্যম এসপিএ।
এ ছাড়া আরও ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জন মানুষকেও মক্কা থেকে বের করা হয়েছে, যারা মূলত সৌদি আরবের বাসিন্দা; কিন্তু তারা মক্কার অধিবাসী নন এবং তাদের হজ করার অনুমতি নেই। এ বছর ১৪ জুন থেকে হজ শুরু হচ্ছে। ইসলাম ধর্মের পাঁচ মূল স্তম্ভের অন্যতম হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য তার জীবদ্দশায় অন্তত একবার হজ পালন করা পবিত্র কোরআনের বিধান।
হজের আনুষ্ঠানিক অনুমতি ও প্যাকেজ অনেক মানুষের জন্য বেশ ব্যয়বহুল। এ ছাড়া কোটার কারণে প্রত্যেক দেশ থেকে সীমিত সংখ্যক মানুষ প্রতি বছর হজে যেতে পারেন। মূলত এসব কারণেই অনেক মানুষ অনানুষ্ঠানিক উপায়ে হজ পালনের চেষ্টা চালান।
প্রসঙ্গত, ২০১৫ সালে মিনায় পদদলিত হয়ে প্রায় ২ হাজার ৩০০ মানুষ প্রাণ হারান। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে এ বছর সৌদি কর্মকর্তারা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখেরও বেশি নিবন্ধিত হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!