Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

জসীম উদ্দীন মাসুদ

প্রকাশিত: ২১:০৯, ১৮ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:৫৫, ১৮ অক্টোবর ২০২১

বিশ্বমানব হতেই তবে

বিশ্বমানব হতেই তবে

লেখা: জসীম উদ্দীন মাসুদ

আবৃত্তি: তাওফিকা মুজাহিদ

সেই প্রসন্ন কাক ডাকা ভোরে
গভীর ঘুম থেকে জেগে
তুমি যখন চোখ মেলে দেখলে
চারিদিকে চিৎকার-হাহাকার
রাসেল, তখন কেমন ছিল তোমার
ভয়ে কুঁকড়ে যাওয়া দশ বছরী শরীরটুকু!

অকস্মাৎ চারদিকে নিস্তব্ধতা ভাঙ্গা
মুহুর্মুহু বিকট গুলির আওয়াজ শুনে
ক্ষণিকের জন্যে তুমি কি 
কম্পিত বুকে হতবিহ্বল হয়েছিলে?
বেদনাবিধুর শব্দগুলো তখন
কেমন ছিল তোমার মুখে! 

গুলির তোড়ে পাজর 
যখন বেরিয়ে এলো
রক্ত যখন বন্যা হয়ে ঘর ভাসালো 
রাসেল তোমার কষ্টগুলো
তোমার ভেতর কান্নাগুলো 
অবিশ্বাসী চোখটা তখন 
কেমন ছিলো!

মায়ের কাছে নেবে বলে
হায়েনাটা মিথ্যা বলে 
তোমায় যখন লাশ বানালো
তখন কেমন ছিল চোখের ভাষা
কেমন ছিল বাঁচার আশা।
মা-বাবা-ভাই-ভাবীর লাশ পেরিয়ে
হায়েনারা যখন তোমায় নিচ্ছে টেনে
মরার আগে ক’বার তুমি মরেছিলে? 

পাগলপাড়া দুষ্টুমিতে 
খেলতে রাসেল যাদের সাথে
সকাল-সাঁঝে আসতো যারা
অভিনয়ের খোলস পড়ে। 
কেমন করে বুঝবে সে যে
নিজেরাই ঘাতক সেজে
অবশেষে হিংস্র হয়ে মারবে তাকে।


কেমন ছিল সেই ছবিটা
সব লাশের মাঝখানেতে
ঘুমিয়ে আছে ছোট্ট রাসেল
বিস্ফারিত অবাক চোখে!
দূরের-কাছের মানুষগুলো
অবাক হয়ে যখন ভাবে
কোন সে দোষে দোষী ছিলো
শিশু হয়েও মরতে হলো।

তোমার অনেক ইচ্ছে ছিল
দেশটা তুমি গড়বে আবার।
আর্মি হয়ে বুক উঁচিয়ে
দেশ রক্ষায় উঠবে মেতে।
সেদিন যদি বেঁচেই যেতে
আজকে তুমি কেমন হতে!
বঙ্গবন্ধুর নির্ভয়-অনড় পথ পেরিয়ে
বিশ্বমানব হতেই তবে?

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়