Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ১৫ জুলাই ২০২৩

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে : ইইউ মিশনকে আ`লীগ

সংবিধান সম্মত উপায়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে জানিয়েছে আওয়ামী লীগ।

আজ (১৫ জুলাই) বনানীর ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত বৈঠকে সফররত ইইউ মিশনের কাছে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে ক্ষমতাসীন দল।

প্রায় ২ ঘণ্টাব্যাপী বৈঠকে নয় সদস্যের দলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আমি স্পষ্টভাবে বলতে চাই যে, আমরা সংবিধান লঙ্ঘন মেনে নেব না।"

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বৈশ্বিক ধারা অনুসরণ করবে বলে জোর দিয়ে কাদের বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠিত হবে।

তিনি আরও বলেন, সংসদ ভেঙে দেওয়া, সরকারের পদত্যাগ বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রশ্নই আসে না।

বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল বৈঠকে সংলাপ ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা করেনি।

প্রতিনিধিদলের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনই ইইউ-এর চাওয়া।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্ণেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত এবং তারানা হালিম।

এর আগে, সকালে প্রথমে বিএনপি নেতাদের সঙ্গে এবং এরপরে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করে ইইউ মিশন।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ