Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৯, ১ নভেম্বর ২০২৩

বেতন বৃদ্ধির দাবিতে আজও আন্দোলনে পোশাক শ্রমিকরা

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চিত্র। ছবি- সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চিত্র। ছবি- সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে প্রথমদিনের আন্দোলনের পর আজ দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা। অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর মিরপুর-১ ও ২ নম্বরে সড়ক অবরোধ করেছেন তারা।

আজ বুধবার (১ নভেম্বর) সকালে মিরপুর-১ নম্বরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দেখা যায়, লাঠিসোঁটা হাতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় দোকান-পাটসহ সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষুব্ধ শ্রমিকরা মোবাইল ফোনে ছবি বা ভিডিও করতে দেখলেই হামলা করছেন। 

আন্দোলনরত শ্রমিকরা বলছেন, ‘বেতন বৃদ্ধির শান্তিপূর্ণ আন্দোলনে সরকার দলীয় নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। পাঁচ বছর ধরে বেতন বাড়ছে না। কিন্তু কয়েকটি সংবাদ প্রচার হচ্ছে? তাই আমরা এখন আর কেউকে ছবি কিংবা ভিডিও করতে দিচ্ছি না।’

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়