Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২০:৪৫, ২১ আগস্ট ২০২০

সুনামগঞ্জে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোণা গ্রাম থেকে দেড় বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ ওই মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তেলিকোনা (নতুনপাড়া) গ্রামের রুমেন মিয়ার দেড় বছরের শিশু কন্যা সাদিয়া বেগমকে গতকাল ভোর থেকে পাওয়া যাচ্ছিল না। পরে তার মরদেহ বাড়ির নিকটবর্তী একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে।

শিশুর বাবা রুমেন মিয়া জানান, আমার শিশুরকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। পানিতে ফেলে দেওয়ার সময় লোকজন দেখেছেন।

স্থানীয় ওয়ার্ডের মেম্বার আশ্বাদুল হক বলেন, ‘সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে জানতে পারি শিশুটির চাচি সুবিনা আক্তার ভোরবেলায় পরিবারের লোকজনের অগোচরে শিশুটিকে পানিতে ফেলে দেন। প্রতিবেশী এক নারী এ ঘটনা প্রত্যক্ষ করেছেন। পরে লোকজন ডোবার পানি থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেন।

ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল হাসিম বলেন, ‘ঘটনাস্থলে যাওয়ার পর কেউ বলছেন শিশুটিকে পানিতে ফেলে দেয়া হয়েছে আবার কেউ বলছেন পানিতে পড়ে গেছে। বিষয়টি আমি থানা পুলিশকে অবহিত করেছি।’

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। মরদেহ মর্গে পাঠানো হবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ