হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আইসোলেশন সেন্টারে করোনায় প্রথম মৃত্যু

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মারা যাওয়া ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আলী। এ নিয়ে হবিগঞ্জ জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শহরের শ্যামলী এলাকার বাসিন্দা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আলীর (৬৭) শরীরে কয়েকদিন আগে করোনার উপসর্গ দেখা দেয়। ১৯ আগস্ট তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ২০ আগস্ট তার রিপোর্ট পজিটিভ আসে।
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার সন্ধ্যায় সদর আধুনিক হাসপাতালের আসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শামীমা আক্তার বলেন, শুক্রবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত সোহরাব আলীকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। এর আগে ২০ আগস্ট তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা ছাড়াও সোহরাব আলী ডায়াবেটিস, হার্ট ও প্রেসারজনিত সমস্যায় ভুগছিলেন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন, জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৩৬ জনের। জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৩০ জন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার