Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৯ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ৬ সেপ্টেম্বর ২০২০

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধুলিয়াখাল তেমুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোশাহিদ মিয়া নামে (৩৬)। তিনি সদর উপজেলার সৈয়দপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্র জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা দেন মোশাহিদ মিয়া। পরে ধুলিয়াখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ-সিলেট একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশাহিদ মিয়া নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ