Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৪, ১২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২০:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২০

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু


হবিগঞ্জে টমটম ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে জবেদা বেমন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের শনির আখড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জবেদা বেগম সুনামগঞ্জের শাল্লা উপজেলার কান্দিগাঁও গ্রামের লাবু মিয়ার স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা গেছে, জবেদা বেগম ও তার এক আত্মীয় শনিবার সকালে ডাক্তার দেখাতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। ডাক্তার দেখিয়ে ফিরে যাওয়ার পথে টমটম ইজিবাইকের চাকায় তার শাড়ির আঁচল পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।  

আইনিউজ/লাভলু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ