Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২০

শায়েস্তাগঞ্জ থানার ওসি ক্লোজড

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেনকে ক্লোজড করা হয়েছে। অবৈধ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে তাকে ক্লোজড করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ। তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেন ওসি।

এরপর অর্থ আদায় করে ছেড়ে দেন ওসি মোজাম্মেল হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি হবিগঞ্জের লিখিত অভিযোগ করেন। তদন্তে এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ক্লোজড করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ