Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০২০

বাহুবলে প্রাইভেটকারের চাপায় নিহত ১

হবিগঞ্জের বাহুবলে প্রাইভেটকারের চাপায় নূরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার চালক জলিল মিয়া (৩০) গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় উপজেলার মোহনা কমিউনিটি সেন্টার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নূরুল উপজেলার দক্ষিণ সাতপাড়িয়া গ্রামের আনজব আলীর পুত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী নূরুল ইসলাম দোকান বন্ধ করে দুপুরের খাবার খাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মোহনা কমিউনিটি সেন্টার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় সিলেট থেকে ঢাকাগামী বেপরোয়া গতির একটি প্রাইভেটকার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আরোহী নূরুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল সদর হাসপাতালে নিয়ে যান।

পরে নূরুল ইসলামের অবস্থার অবনতি হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে ওসমানীনগরের গোয়ালাবাজার নামক স্থানে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ