Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২০

হবিগঞ্জে ৬টি চোরাই গরু উদ্ধার, আটক-২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৬টি চোরাই গরু উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এসময় দুই চোরকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসাইন আদিল জজ মিয়া ও ইউপি মেম্বার কামাল হাজারীর নেতৃত্বে স্থানীয় লোকজন উপজেলার ব্রাক্ষণডুরা ইউনিয়নের বিশাউরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। 

পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা দুই চোর হলেন- উপজেলার ডরমন্ডল গ্রামের নবীর হোসেনের ছেলে কবীর মিয়া (৩৫) ও বাখরপুর গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে রশিদ মিয়া (৫০)।

স্থানীয়রা জানিয়েছেন, উদ্ধারকৃত ৬টি গরুর মধ্যে ৪টি গরুর দুইজন মালিক পাওয়া গেছে। বাকি ২টি গরুর মালিক এখনও পাওয়া যায়নি।  

শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ছয়টি গরুসহ ২ চোরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। গরুর মালিকদের উপযুক্ত প্রমাণের ভিত্তিতে গরু ফেরত দেওয়া হবে।

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ