Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৪, ২ অক্টোবর ২০২০

চুনারুঘাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত 

হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২০ পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।

সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লুৎফুর রহমান মহালদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আবিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন সরকার ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন- এ বছর উৎপাদনশীলতা দিবসের প্রতিপাদ্য ছিল ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা’। তাই সারাদেশে এক যুগে এই লক্ষ্য নিয়ে সরকারি-বেসরকারিভাবে গুরুত্ব সহকারে কাজ করছে সংশ্লিষ্টরা। আমাদের দেশে সবাই যদি বিভিন্ন পরাস্ত পথে না গিয়ে নিজে উদ্যোক্তা হন তাহলে অবশ্যই উৎপাদনের আমূল পরিবর্তন আনা সম্ভব।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ