নিজস্ব প্রতিনিধি
হবিগঞ্জে সায়হাম তুলার গুদামে আগুন

হবিগঞ্জের মাধবপুরে সায়হাম কটন অ্যান্ড ফয়সল স্পিনিং কারখানার তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার মধ্যরাতে এ আগুনের সূত্রপাত ঘটে।
এদিকে আগুন নিয়ন্ত্রণ আনতে না আনতে পার্শ্ববর্তী আরেকটি গোদামে আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের সূত্রপাত জানা যায়নি।
বৃহস্পতিবার সারা দিন লেগে যেতে পারে বলে মনে করছে ফায়ার সার্ভিস। মাধবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি জানান, বুধবার রাত সাড়ে ১২টায় আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।
সকাল সাড়ে ৯টায় সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
শিমুল মো. রফি জানান, সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার যৌথভাবে ব্যবহৃত প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়েছে। দীর্ঘ চেষ্টায় আগুনের ভয়াবহতা কিছুটা কমতে না কমতে পার্শ্ববর্তী আরেকটি তুলার গোদামে আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তুলার বিশাল ¯তুপের ভেতরে আগুন ছড়িয়ে পড়ায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আজ সারা দিন লেগে যেতে পারে।
সায়হাম কটন মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান জানান, গুদামে প্রায় ১৫ হাজার বেল তুলা ছিল। এ অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৭০ থেকে ৭৫ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মনে করছেন তিনি।
এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিলেটের উপপরিচালক কোবাদ আলী সরকারসহ হবিগঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে পৌঁছেছেন। গত ২০১৮ সালের ডিসেম্বরে সায়হাম টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার