Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫১, ১৫ অক্টোবর ২০২০

হবিগঞ্জে সায়হাম তুলার গুদামে আগুন

হবিগঞ্জের মাধবপুরে সায়হাম কটন অ্যান্ড ফয়সল স্পিনিং কারখানার তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার মধ্যরাতে এ আগুনের সূত্রপাত ঘটে।

এদিকে আগুন নিয়ন্ত্রণ আনতে না আনতে পার্শ্ববর্তী আরেকটি গোদামে আগুন ছড়িয়ে পড়ায়  নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের সূত্রপাত জানা যায়নি।

 বৃহস্পতিবার সারা দিন লেগে যেতে পারে বলে মনে করছে ফায়ার সার্ভিস। মাধবপুর ফায়ার স্টেশনের  কর্মকর্তা শিমুল মো. রফি জানান, বুধবার রাত সাড়ে ১২টায় আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

সকাল সাড়ে ৯টায় সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

শিমুল মো. রফি জানান, সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার যৌথভাবে ব্যবহৃত প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়েছে। দীর্ঘ চেষ্টায় আগুনের ভয়াবহতা কিছুটা কমতে না কমতে পার্শ্ববর্তী আরেকটি তুলার গোদামে আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তুলার বিশাল ¯তুপের ভেতরে আগুন ছড়িয়ে পড়ায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আজ সারা দিন লেগে যেতে পারে।

সায়হাম কটন মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান জানান, গুদামে প্রায় ১৫ হাজার বেল তুলা ছিল। এ অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৭০ থেকে ৭৫ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মনে করছেন তিনি।

এদিকে আগুনের  খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিলেটের উপপরিচালক কোবাদ আলী সরকারসহ হবিগঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে পৌঁছেছেন।  গত ২০১৮ সালের ডিসেম্বরে সায়হাম টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ