Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৭, ৬ নভেম্বর ২০২০

হবিগঞ্জে ৩ ফার্মেসিকে ৭২ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে অভিযান চালিয়ে তিন ফার্মেসিকে ৭২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতবিার (৫ নভেম্বর) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিংহের নেতৃত্বে শহরের সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আধুনিক সদর হাসপাতাল সড়কে অবস্থিত মের্সাস মা ফার্মেসিকে ৪০ হাজার টাকা, ইসলামিয়া ফার্মেসিকে ৩০ হাজার টাকা ও উচাইল ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশে মজুদ করে রাখা মা ফার্মেসি থেকে ১০ পিস ও ইসলামীয়া ফার্মেসি থেকে ৩ পিস পেথিড্রিন উদ্ধার করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিংহ জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ