হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২২:৩৫, ৬ ডিসেম্বর ২০২০
ট্রেনের বগি নয়, মানুষ ব্যস্ত তেল উদ্ধারে

এভাবেই তেল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে মানুষ
রোববার হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে সারাদেশের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এমন অবস্থায় কর্তৃপক্ষ ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজে লেগে যায়। কিন্তু সাধারণ মানুষ সুযোগের সদ্বব্যবহার করে তেল সংগ্রহ করতে ব্যস্ত হয়ে যায়। যে যেভাবে পারছে সেভাবে লাইনচ্যুত হওয়া বগি থেকে তেল সংগ্রহ করে নিয়ে যেতে শুরু করে।
শাহজিবাজার স্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটি লাইনচ্যুত হয়ে রাস্তার পাশে পড়ে থাকলে অনেক ছিদ্র দিয়ে তেল বের হতে শুরু করে। স্থানীয়রা মাটি থেকে ও ছিদ্র থেকে তেল সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়ে।
বালতি দিয়ে তেল নিচ্ছিলেন কামাল মিয়া নামের এক যুবক। তিনি বলেন, তেল গাড়ি থেকে পড়ছে তাই নিচ্ছি। না নিলেও তো নষ্ট হবে।
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক জানান, তিনি লাইনচ্যুত বগি থেকে এরই মধ্যে প্রায় ৩০০ লিটার তেল সংগ্রহ করেছেন। তার মতো মালেক ও রাসেলসহ অনেকেই ২০০ থেকে ৫০০ লিটার করে তেল সংগ্রহ করেছেন।
স্থানীয়দের এই তেল সংগ্রহের ভিড়ে উদ্ধারকর্মীরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছিলেন না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। কিন্তু গ্লাসে-মগে আবার কেউ ডেকচি নিয়ে ভিড় ঠেলে সংগ্রহ করেছেন তেল।
এর আগে গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। সেদিনও রীতিমত উৎসবের মতো তেল সংগ্রহ করেছিল শত শত সাধারণ জনগণ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার