Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৪, ৭ ডিসেম্বর ২০২০

মাধবপুরে হরষপুর রেলওয়ে স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

হরষপুর রেল স্টেশনে অগ্নিকাণ্ডে

হরষপুর রেল স্টেশনে অগ্নিকাণ্ডে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ হরষপুর রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৭ ডিসেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা নিশ্চিত হওয়া যায় নি।

জানা যায়, এ রেলওয়ে স্টেশনটি বিজয়নগর ও মাধবপুর এ দুই উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম সংলগ্নে বিভিন্ন রকমারির প্রায় ১৫টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বলে। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশাপাশের লোকজন ও পার্শ্ববর্তী হরষপুর মাদ্রাসার ছাত্র, শিক্ষকবৃন্দ এসে ২ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে  আনে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শামসুল ইসলাম (কামাল) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (৭ ডিসেম্বর) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পাশ্ববর্তী হরষপুর মাদ্রাসা ছাত্র, শিক্ষক ও স্থানীয়রা এগিয়ে এসে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

হরষপুর রেলওয়ে স্টেশনের আব্দুল মান্নান বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসি। তাৎক্ষণিকভাবে স্থানীয় ফায়াস সার্ভিস, পল্লী বিদ্যুতের অফিসসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করি।তবে কাছাকাছি ফায়ার সার্ভিস না থাকায় তারা দ্রুত আসতে পারে নাই।  স্থানীয়রা মিলেই  আগুন নিয়ন্ত্রণ আনেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ