Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৫, ৭ ডিসেম্বর ২০২০

সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্তে ২ কমিটি গঠন

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া ট্যাংকার সরিয়ে নেওয়ার পর রোববার (৬ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার পর থেকে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ১৪ ঘণ্টা বন্ধ ছিল।

এদিকে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ১০ সদস্যের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের শাহজীবাজার রেলস্টেশনের মাস্টার মোফাজ্জেল হক।

গতকাল রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজীবাজার রেলস্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন ও চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে ওই দিন দুপুর ১২টার পর থেকে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।

দুর্ঘটনার কারণে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলস্টেশনে এবং ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে আটকা পড়ে। এ ছাড়া  ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর কালনী ট্রেন কমলাপুর রেলস্টেশনে আটকা থাকে। তিনটি ট্রেনের শত শত যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এর আগে গত ৭ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় তেলবাহী চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছিল। এর এক সপ্তাহের মধ্যে আবার মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় একটি সারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। গতকাল মাধবপুরের শাহজীবাজার রেলস্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের চারটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

আইনিউজ/ওমর ফারুক নাইম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ