হবিগঞ্জ প্রতিনিধি
শ্বশুরবাড়ি যাওয়া হলো না প্রবাসীর, সড়কেই গেলো প্রাণ

বিয়ের মাত্র ১২ দিনের মাথায় মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হবিগঞ্জের এক কাতারপ্রবাসী। নতুন জীবনের সূচনাতেই জীবন হারালেন এই প্রবাসী।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসী ফরিদ মিয়া (৩২) শায়েস্তাগঞ্জ উপজেলার কাজিরগাঁও গ্রামের লাল মিয়ার ছেলে। ফরিদ মিয়া মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলযোগে শায়েস্তাগঞ্জ উপজেলা সদরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বেড়াতে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফরিদ মিয়া মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে শায়েস্তাগঞ্জ উপজেলা সদরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বেড়াতে। তিনি মোটরসাইকেলটি চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বাঁ পাশে অপর একটি শাখা রাস্তায় দেউন্দি সড়কে প্রবেশ করার সময় সিলেটগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম।
তিনি বলেন, নিহত ব্যক্তি একটি মোটরসাইকেলে করে মহাসড়ক থেকে দেউন্দি সড়কে প্রবেশের আগ মুহূর্তে এ দুর্ঘটনার শিকার হন। একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার