Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৮, ১৬ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:১৭, ১৬ জানুয়ারি ২০২১

বিএনপি প্রার্থীর কাছে জামানত হারালেন আওয়ামী লীগ প্রার্থী

হাবিবুর রহমান মানিক

হাবিবুর রহমান মানিক

হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিক বিজয়ী হয়েছেন।

নির্বাচনে মেয়র পদে লড়াই করা ৪ প্রার্থীর মধ্যে ৩জনই ছিলেন আওয়ামী লীগের। বিপাকের শুরু হয় সেখানেই। ফলে আওয়ামী লীগের প্রার্থীদের পাশ কাটিয়ে বিজয় ছিনিয়ে আনলেন বিএনপির মানিক।

ভোট গননা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিককে (ধানের শীষ প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

হাবিবুর রহমান মানিক ৫ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী পংকজ কুমার সাহা (নারিকেল গাছ প্রতীক) পেয়েছেন ৪১৮৫  ভোট ।

এছাড়া আওয়ামী লীগের আরেক বিদ্রোহী শাহ মো. মুসলিম (জগ প্রতীক) পেয়েছেন ৩০৪৯ ভোট। আর আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত নৌকা প্রতীক নিয়ে ৫৬৮ ভোট পেয়েছেন।  প্রাপ্ত ফলাফল অনুযায়ী পৌরসভায় মোট বৈধ ভোট ১২ হাজার ৮৩৩ টি।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার এটি পঞ্চম নির্বাচন। ৯টি ওয়ার্ডে নিয়ে গঠিত আট বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণির পৌরসভায় ভোটার রয়েছে ১৫ হাজার ৯৮৭জন।এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১০৭ জন ও মহিলা ৭ হাজার ৮৮০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ