Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০২১

চলন্ত বাসে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, আটক ২

গত বছরের ডিসেম্বরে সুনামগঞ্জের দিরাইগামী চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বাসের চালক ও হেলপার। সেসময় জানালা দিয়ে লাফ দিয়ে জীবন বাঁচিয়েছিল ওই ছাত্রী।

এ ঘটনার দুই মাসের মাথায় হবিগঞ্জের আজমেরীগঞ্জে চলন্ত বাসে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেছে হেল্পার ও সুপারভাইজার। শনিবার (২৭ ফেব্রুয়ারি) লাকি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর পয়েন্ট থেকে বাসে উঠেন ওই কলেজছাত্রী। বাসে উঠার পর থেকেই ছাত্রীকে উত্তক্ত করতে শুরু করে হেল্পার ও সুপারভাইজার। একপর্যায়ে তারা ছাত্রীটির সাথে যৌন হয়রানি করতে শুরু করে। এসময় ছাত্রীটি চিৎকার করলে তাকে বাস থেকে নামিয়ে দেয় হেল্পার।

ভুক্তভোগী ওই ছাত্রী হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। সে নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দা।   

শনিবার বাড়িতে ফিরে বাসের সুপারভাইজার ও হেল্পারের অসভ্যতার কথা আত্মীয়স্বজনদের জানায় ওই ছাত্রী। এরই পরিপ্রেক্ষিতে রোববার সকালে লাকি পরিবহনের বাস (ঢাকা-মেট্রা-ব ১৫-৩৪৬৪) আটক করে স্থানীয় জনতা। এসময় সুপারভাইজার ও হেলপারকে উত্তম মাধ্যম দিলে ঘটনা স্বীকার করে। 

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসসহ সুপারভাইজার ও হেল্পারকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত হেল্পার নরসিংদীর ইছাক আলী গ্রামের রফিজ মিয়ার পুত্র ইব্রাহিম খলিল (৩০) ও মুন্সীগঞ্জের হামরা গ্রামের মৃত মাখন সূত্রধরের ছেলে রতন সূত্রধর (৪৬)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমদ।

আইনিউজ/এআর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ