নবীগঞ্জ প্রতিনিধি
আপডেট: ০০:০৯, ৫ মার্চ ২০২১
নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষতি

সংগৃহীত
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের এক বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় আগুন লাগে বলে জানা গেছে। এ ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, গত ১০-১২ বছর ধরে ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামের লন্ডন প্রবাসী মায়াজ উল্লার বান্দের বাজারস্থ বাসায় পরিবারসহ বাস করেন শ্রীকান্ত বৈদ্য(৩৪)। তিনি একজন সেলুন ব্যবসায়ী। ঘটনার সময় তার স্ত্রী-সন্তান বাসায় ছিলেন না। তিনিও ছিলেন দোকানে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দের বাজারের লোকজন ওই বাসায় আগুন দেখতে পান। সাথে সাথে তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু সময় বাড়ার সাথে সাথে আগুনের তীব্রতাও বাড়তে থাকে। অবশেষে এলাকাবাসীর প্রচেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ঘরসহ কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তারাও আগুন নিভানোর কাজে অংশ নেন।
ক্ষতিগ্রস্ত শ্রীকান্ত বৈদ্য জানান, তার বিদেশ যাওয়ার জন্য জমানো তিন লক্ষ টাকা, স্বর্নালংকারসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। তাদের পরনের কাপড় ছাড়া অবশিষ্ট আর কিছু রইলো না। আমি নিঃস্ব হয়ে গেছি।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুদ্দিন খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আগুনে সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাকির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে তিনি জানান।
উল্লেখ্য,ইনাতগঞ্জ এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু প্রায় ১৫ কিলোমিটার দূর নবীগঞ্জ শহর থেকে ফায়ার সার্ভিস আসার আগেই সব কিছু শেষ হয়ে যায়। এলাকাবাসী ইনাতগঞ্জে ফায়ার ষ্টেশন স্থাপনের জোর দাবি জানিয়েছেন।
আইনিউজ/অঞ্জন রায়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার